সন্দ্বীপ ডেস্ক: তারা যাবেন পশ্চিমে।
তাদের নিয়ে যাওয়া হলো উত্তরে।
তাও আবার আকাশপথে। কোন দুর্বিপাকের কারণে কিংবা পথ ভুল করে নয়। শুধু বোঝার ভুলে।
সুইডেনের সোমবার ঘটেছে এ কাণ্ড।
নেক্সটজেট এয়ারলাইন্সের একটি ফ্লাইট মধ্য সুইডেনের সান্ডসভাল থেকে গুটেনবার্গ যাবার কথা ছিলো। খারাপ আবহাওয়ায় সেটি বাতিল করা হলেও জানানো হয়নি বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীদের। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, গূটেনবার্গগামী যাত্রীদের নিজে যাওয়া হয় ১ হাজার কিলোমিটার দূরের আরেক শহর লুলিয়ায়। সেখানে নেমেই সবার চোখ কপালে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ ঘটনায় দু:খ প্রকাশ করেছেন। যাত্রীদের সে শহরে রাত যাপনের ব্যবস্থা করে পরদিন ফিরিয়ে নেয়া হয় গন্তব্যে। কর্তৃপক্ষ বলেছেন, তারা গুটেনবার্গগামী ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছিলো বিমানবন্দর কর্তৃপক্ষকে। সেটি না জানানোয় ফ্লাইট বিলম্ব হচ্ছে ভেবে যাত্রীরা অপেক্ষায় থাকেন বিমানবন্দরে। একসময়, লুলিয়াগামী বিমান এলে সেটিতে আরোহন করেন তারা।